ওজন বাড়লে গর্ভনিরোধক অকার্যকর!
যেসব মহিলা ওজন বাড়া নিয়ে এখনো ভাবছেন না, তাঁদের ভাবা উচিত। কেননা শারীরিক নানা সমস্যার সঙ্গে এবার যুক্ত হয়েছে আরো একটি বিষয়। আপনার ওজন ৮০ কেজির বেশি হলে কাজ করবে না গর্ভনিরোধক পিল। জরুরি গর্ভনিরোধক পিল বা ‘মর্নিং আফটার পিল' তৈরি করে ফ্রান্সের কম্পানি এইচআরএ ফার্মা, যার নাম নর্লেভো এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ। তারা বলছে, ৮০ কেজির বেশি ওজন যাঁদের, এমন নারীরা গর্ভনিরোধক পিল ব্যবহার করলেও তা কাজ করে না। জরুরিভিত্তিতে ব্যবহার করা এই পিলের একটি উপকরণ লেভোনর্জেস্ট্রেল, এটি পরীক্ষা করে তারা এ...
Posted Under : Health News
Viewed#: 46
আরও দেখুন.

